ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বাহুবলে বাস-ট্রাক্টরের সংঘর্ষে শ্রমিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৩ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৮
বাহুবলে বাস-ট্রাক্টরের সংঘর্ষে শ্রমিক নিহত

হবিগঞ্জ: হবিগঞ্জের বাহুবল উপজেলায় যাত্রীবাহী বাস ও ট্রাক্টরের সংঘর্ষে সজল সরকার (২৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাক্টরের চালকসহ আরও দুই জন আহত হয়েছেন।

শনিবার (১০ নভেম্বর) উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে চারগাও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সজল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের নতুন বাজার এলাকার কান্দিগাও গ্রামের কটিয়া সরকারের ছেলে।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টোপথে গিয়ে বাহুবল থেকে মিরপুরগামী একটি ট্রাক্টরকে চাপা দিলে ঘটনাস্থলেই শ্রমিক সজল মারা যান। মুখোমুখি সংঘর্ষে ট্রাক্টরটি ধুমড়ে মুচড়ে যায়।

এসময় স্থানীয় লোকজন আহত দু’জনকে ট্রাক্টরের ইঞ্জিনের নিচ থেকে উদ্ধার করে হবিগঞ্জ হাসপাতালে নিয়ে যায়। গুরুতর আহত ট্রাক্টর চালক রুবেল মিয়া বাহুবল উপজেলার পূর্ব জয়পুর গ্রামের ইয়াকুত মিয়ার ছেলে।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।