ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

জেইউজে নির্বাচনে সাজেদ সভাপতি, মিলন সম্পাদক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৭ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৮
জেইউজে নির্বাচনে সাজেদ সভাপতি, মিলন সম্পাদক যশোর সাংবাদিক ইউনিয়নের নেতারা

যশোর: যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে) দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে সাজেদ রহমান ও সাধারণ সম্পাদক পদে হাবিবুর রহমান মিলন পুনর্নির্বাচিত হয়েছেন।

শনিবার (১০ নভেম্বর) সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ৭৩ জন সদস্য ভোটাধিকার প্রয়োগ করেন।

বিকেল ৪টার দিকে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান রুকুনউদ্দৌলাহ।

প্রকাশিত ফলাফলে জানা যায়, সভাপতি সাজেদ রহমান ৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সাজ্জাদ গণি খান রিমন ২১ ভোট ও আবদুল ওয়াহাব মুকুল ১৭ ভোট পেয়েছেন। সহ-সভাপতি পদে প্রণব দাস ৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রদীপ ঘোষ পেয়েছেন ৩৪ ভোট।

সাধারণ সম্পাদক পদে হাবিবুর রহমান মিলন ৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী শিকদার খালিদ পেয়েছেন ২৩ ভোট। যুগ্ম সম্পাদক পদে রেজাউল করিম রুবেল ৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী এসএম আরিফ ২২ ভোট পেয়েছেন।

কোষাধ্যক্ষ পদে মারুফ কবীর ৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ডিএইচ দিলশান পেয়েছেন ৩০ ভোট। নির্বাহী সদস্য দু’টি পদে জিয়াউল হক (৪০) ও শফিক সায়ীদ (৪০) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের প্রতিদ্বন্দ্বী মিরাজুল কবীর টিটো ১৮ ভোট ও ইমরান হাসান টুটুল ২১ ভোট পেয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৮
ইউজি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।