ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

শিবচরে অগ্নিকাণ্ডে ১০ বসতঘর পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৮
শিবচরে অগ্নিকাণ্ডে ১০ বসতঘর পুড়ে ছাই আগুনে পুড়ে যাওয়া বাড়ি-ঘর। ছবি: বাংলানিউজ

মাদারীপুর: মাদারীপুরের শিবচরে অগ্নিকাণ্ডে ১০টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে কমপক্ষে ত্রিশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

রোববার (১১ নভেম্বর) বিকেলে শিবচরের উমেদপুর ইউনিয়নের যোগদাহের মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিভায়।

জানা গেছে, রোববার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার উমেদপুর ইউনিয়নের যোগদাহের মাঠ মোহনপুর গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।  

এসময় মনির মাতুব্বর, আবুল হোসেন মাতুব্বর, শহিদুল, কবির, দেলোয়ার, হালেম, হুমায়ুন, মোতালেব ও আজাহার মাতুব্বরের ১০টি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

এ অগ্নিকাণ্ডে নগদ টাকাসহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।  

শিবচর ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মো. মোর্তুজা ফকির বাংলানিউজকে জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।