ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বাঁচতে চায় মৃ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৯ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৮
বাঁচতে চায় মৃ ড্রাম বাজাচ্ছে নিবিড় মৃ

তার নেশা-পেশা কম্পিউটার প্রোগ্রামিং ও ব্যান্ডসঙ্গীত চর্চা করা। মেধাবী প্রোগ্রামিং ল্যাংগুয়েজে। বিএসসি শেষ বর্ষের ছাত্র নিবিড় মৃ। হঠাৎ করে দেখা দিলো মরণব্যাধি। অকেজো হয়ে যাচ্ছে তার দু’টি কিডনি। 

বর্তমানে ধানমন্ডি জেনারেল ও কিডনি হাসপাতালে চিকিৎসাধীন মৃ বাঁচার জানিয়েছে আকুল আঁকুতি। এজন্য দরকার মাত্র ৬ লাখ টাকা।

 

টাঙ্গাইলের মধুপুরের পীরগাছার ছেলে মৃ ১০ বছর আগে হারিয়েছেন বাবাকে। বাবা-মায়ের একমাত্র সন্তান। পারিবারিক অবস্থাও খুব ভালো নয়। নিবিড়ের মায়ের একার পক্ষে কোনোভাবেই সম্ভব নয় এই চিকিৎসার অর্থ যোগাড় করা।  

তবু তার মা আশায় বুক বেঁধে আছেন, তার ছেলে সুস্থ হয়ে উঠবে আর আবার ফিরে আসবে প্রোগ্রামিং ল্যাংগুয়েজে। তার প্রিয় ড্রাম বাজানোর আকুল নেশায়।  

নিবিড় ও তার মায়ের স্বপ্ন পুরণ সবাই একটু হাত বাড়িয়ে দিলেই সম্ভব এই দু’জন মানুষের স্বপ্ন পূরণ। দরকার সামান্য সহযোগিতা। সমাজের সচেতন, সামর্থ্যবান মানুষের কাছে তাই সহযোগিতা চায় নিবিড় ও তার পরিবার।

নিবিড়কে সাহায্য করতে যোগাযোগ করতে পারেন:
বিকাশ এজেন্ট নম্বর: 01778 272992 ও
পল্লবী মৃ (01824 132007)

নিবির মৃ’র ফেসবুক আইডি: https://www.facebook.com/Nibir.Mree

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।