ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে নব্য জেএমবির ৮ সদস্য আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৮
রাজধানীতে নব্য জেএমবির ৮ সদস্য আটক প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবির ৮ সদস্যকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

রোববার (১১ নভেম্বর) দিনগত রাতে যাত্রাবাড়ীর কাজলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকেরা হলেন-রাকিবুল হাসান ওরফে রুহুল ওরফে আর্তুগ্রুল, আলামিন, হাফিজ ভূঁইয়া, সৈয়দ জাকারিয়া, জসিম উদ্দিন, মিজানুর রহমান ওরফে সুমন, শাহ আলম ওরফে সাইফুল্লাহ ওরফে সাকিব ওরফে আব্দুস সালাম ও মিলন হোসেন ওরফে তপন।

এসময় তাদের কাছ থেকে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।

ডিএমপির উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, আটক রাকিবুল হাসান সম্প্রতি নরসিংদীতে জঙ্গিবিরোধী অভিযানে গ্রেফতারকৃত খাদিজা পারভীন মেঘনার স্বামী। নরসিংদীতে জঙ্গি অভিযানের পর থেকে কয়েকজন সহযোগীসহ তিনি পলাতক ছিলেন।

আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, আটকেরা রাকিবুলের নির্দেশে সংগঠনের বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনার পাশাপাশি জঙ্গি হামলার স্থান নির্ধারণের জন্য একত্রিত হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৮
পিএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।