ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৮
ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশার চাপায় মহিমা নামে ১৫ মাস বয়সী একটি শিশুর মৃত্যু হয়েছে। 

সোমবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের উরশিউড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মহিমা ওই এলাকার প্রবাসী আবুল হাসনাতের মেয়ে।

 

পারিবারিক সূত্রে জানা যায়, সকালে মহিমা নিজ বাসার ভেতরে খেলা করছিলো। খেলার ছলে সবার অগচরে মহিমা হেঁটে বাড়ির সামনে রাস্তায় চলে যায়। এ সময় একটি অটোরিকশা মহিমাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন বাংলানিউজকে জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোন লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।