ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

রাঙামাটিতে ভুয়া সাংবাদিক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১২ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৮

রাঙামাটি: রাঙামাটি শহরে শাহেদ জামাল বাবু  (২৭) নামে এক প্রতারককে আটক করেছে পুলিশ। কয়েকদিন ধরে তিনি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন অপতৎপরতা চালিয়ে আসছিলেন।

সোমবার (১২নভেম্বর) বিকেলে শহরের কলেজ গেট এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি সংবাদ মাধ্যমের ভুয়া আইডি কার্ড জব্দ করা হয়।


আটক শাহেদ ওই এলাকার জামাল উদ্দীনের ছেলে।  

রাঙামাটি কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) কেওলাচিং মারমা বাংলানিউজকে জানান, ভুয়া সাংবাদিক শাহেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।  

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।