ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

জল্লা চেয়ারম্যান হত্যায় জড়িত রবিউল ‘বন্ধুকযুদ্ধে’ নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৮
জল্লা চেয়ারম্যান হত্যায় জড়িত রবিউল ‘বন্ধুকযুদ্ধে’ নিহত প্রতীকী

বরিশাল: বরিশালের উজিরপুর উপজেলায় ‘বন্ধুকযুদ্ধে’ রবিউল আউয়াল নামে একজন নিহত হয়েছেন।

নিহত রবিউল আউয়াল (২৮) মাদারীপুর জেলার কালকিনি উপজেলার বাসিন্দা লাল চাঁন মিয়ার ছেলে ও উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের চেয়ারম্যান বিশ্বজিৎ হালদার নান্টুকে গুলি করে হত্যার ঘটনার সঙ্গে জড়িত।

মঙ্গলবার (১৩ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশালের পুলিশ সুপার সাইফুল ইসলাম।

এর আগে সোমবার (১২ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদারীপুর থেকে গ্রেফতার করা হয় রবিউল আউয়াল। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৬টি হত্যা মামলা রয়েছে।

পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান, রবিউলের দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার দিনগত রাত ৩টার দিকে উজিরপুরের ফুলতলা এলাকায় অস্ত্র উদ্ধারের অভিযানে যায় পুলিশ। যেখানে আগে থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছেড়ে। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি চালায়।

গুলি বিনিময়ের একপর্যায়ে রবিউল গুলিবিদ্ধ হয়ে মারা যায়। পরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে অভিযানে একটি আগ্নেয়াস্ত্রসহ বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছেন পুলিশ সুপার সাইফুল।  

বাংলা‌দেশ সময়: ০৯২১ ঘণ্টা, ন‌ভেম্বর ১৩, ২০১৮
এমএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।