ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

লালমনিরহাটে জমি নিয়ে সংঘর্ষে নিহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৮
লালমনিরহাটে জমি নিয়ে সংঘর্ষে নিহত ৩

লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারি উপজেলার সাপটিবাড়ি ইউনিয়নের গিলাবাড়িতে জমি নিয়ে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো একজন।

মঙ্গলবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-আব্দুল জলিল মিয়া (৫০), গোলাম রব্বানি (৪৫) ও শাহিদার রহমান (৬০)।

আদিতমারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বাংলানিউজকে জানান, সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় আব্দুল জলিলের। এতে আহত হন গোলাম রব্বানি ও শাহিদার রহমানসহ তিনজন। লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়ার পথে এদের মধ্যে গোলাম রব্বানির মৃত্যু হয়। আহত অপর দু’জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সকাল ১০টার দিকে মৃত্যু হয় শাহিদারের।

বাংলাদেশ সময়: ০৮১৮ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৮/১০৩২ ঘণ্টা
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।