ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

রোহিঙ্গাদের পালিয়ে যাওয়ার কোনো তথ্য নেই

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৮
রোহিঙ্গাদের পালিয়ে যাওয়ার কোনো তথ্য নেই

ঢাকা: রোহিঙ্গাদের পালিয়ে যাওয়ার কোনো তথ্য সরকারের কাছে নেই  বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব এম. শহীদুল হক। এছাড়া ১৫ নভেম্বর (বৃহস্পতিবার) থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হবে বলেও তিনি আশা প্রকাশ করেছেন।

মঙ্গলবার (১৩ নভেম্বর) রাজধানীর হোটেল রেডিসনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

হোটেল রেডিসনে  ‘চতুর্থ শিল্প বিপ্লব’ শিরোনামে এক কর্মশালার আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়।

অনুষ্ঠানে অতিথি ছিলেন পররাষ্ট্র সচিব এম শহীদুল হক। এতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পররাষ্ট্র সচিব শহীদুল হক বলেন, ফেরত পাঠানোর লক্ষ্যে তালিকাকৃত রোহিঙ্গাদের পালিয়ে যাওয়ার কোনো তথ্য সরকারের কাছে নেই।  

১৫ নভেম্বর রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হবে কি-না জানতে চাইলে তিনি বলেন, দেখা যাক, আমরা আশাবাদী। আমরা চেষ্টা করছি।  

পররাষ্ট্র সচিব বলেন, রোহিঙ্গাদের ফেরত পাঠানোর লক্ষ্যে দুই দেশ (বাংলাদেশ-মিয়ানমার) মিলে একটি সময় ঠিক করেছি। সে অনুযায়ী কাজ করছি। এটি একটি জটিল প্রক্রিয়া। তবে রোহিঙ্গারা রোহিঙ্গাদের দেশে ফেরত যাবে এটাই স্বাভাবিক।

কিভাবে রোহিঙ্গা ফেরত যাবে জানতে চাইলে তিনি বলেন, রোহিঙ্গারা বাই রোড (সড়ক পথে) যাবে।  

উল্লেখ্য, কয়েকটি গণমাধ্যমে খবর এসেছে ফেরত যাওয়ার জন্য তালিকায় থাকা রোহিঙ্গারা পালিয়ে যাচ্ছে।  

বাংলাদেশ সময়: ১২৩৬ ঘন্টা, ১৩ নভেম্বর, ২০১৮
টিআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।