ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় ডোবা থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৮
কুষ্টিয়ায় ডোবা থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার বাড়ির পাশের ডোবায় কচুরিপানার মধ্যে শিশুটির মরদেহ পাওয়া যায়। ছবি-বাংলানিউজ

কুষ্টিয়া: কুষ্টিয়ায় নিখোঁজ হওয়ার দু’দিন পর ডোবা থেকে সাকিব (২) নামে একটি শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।  

মঙ্গলবার (১৩ নভেম্বর) সকালে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার ঝাউদিয়া আস্তানগর গ্রামে শিশুটির বাড়ির পাশের একটি ডোবায় কচুরিপানার মধ্যে তার মরদেহ পাওয়া যায়। সাকিব ওই এলাকার মনিরুল ইসলামের ছেলে।

 

স্থানীয়রা জানায়, রোববার (১১ নভেম্বর) সকালে সাকিব বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর মঙ্গলবার সকালে বাড়ির পাশের ডোবায় তার মরদেহ পাওয়া যায়।  

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।