ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে নারী ভোটার ৬ লাখ ৯ হাজার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৬ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৮
লক্ষ্মীপুরে নারী ভোটার ৬ লাখ ৯ হাজার

লক্ষ্মীপুর: আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুরের জন্য যে ভোটার তালিকা তৈরি করা হয়েছে। তাতে মোট ভোটার দাঁড়িয়েছে ১২ লাখ ৩৩ হাজার ১৬৪ জন। এর মধ্যে নারী ভোটার ৬ লাখ ৯ হাজার ৬৭৭ জন। পুরুষ ভোটার ৬ লাখ ২৩ হাজার ৪৮৭ জন।

২০১৪ সালের ৫ জানুয়ারির দশম জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার ছিলেন ১০ লাখ ৫১ হাজার ৫২২ জন। এর মধ্যে নারী ভোটার ছিলো ৫ লাখ ৩১ হাজার ৯২জন।

পুরুষ ভোটার ছিলো ৫ লাখ ২০ হাজার ৪৩০ জন।

গত পাঁচবছরে নারী ভোটার বেড়েছে ৭৮ হাজার ৫৮৫ জন। জেলা নির্বাচন অফিস থেকে প্রাপ্ত তথ্যে এমনটাই জানা গেছে। দশম জাতীয় সংসদ নির্বচনে নারী ভোটার বেশি থাকলেও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুরুষ ভোটার বেশি।

আসন ভিত্তিক ভোটার তালিকা পর্যালোচনায় দেখা যায়, আসন্ন নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে নারী ভোটার ১ লাখ ৮ হাজার ৭৭৯। পুরুষ ভোটার ১ লাখ ১০ হাজার ৭০২ জন। এ আসনে মোট ভোটার ২ লাখ ১৯ হাজার ৪৮১জন।

লক্ষ্মীপুর জেলার মধ্যে সব থেকে বেশি ভোটার রয়েছেন লক্ষ্মীপুর-২ (রায়পুর ও লক্ষ্মীপুর সদরের আংশিক) আসনে। বর্তমান ভোটার সংখ্যা ৩ লাখ ৭২ হাজার ২২৩ জন। এখানে নারী ভোটার ১ লাখ ৮৫ হাজার ২১৭জন। পুরুষ ভোটার ১ লাখ ৮৭ হাজার ৬ জন।

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে বর্তমান ভোটার ৩ লাখ ৩০ হাজার ৬১৩জন। নারী ভোটার ১ লাখ ৬২ হাজার ৪০০ জন। পুরুষ ভোটার ১লাখ ৬৮ হাজার ২১৩ জন।

লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে ভোটার ৩ লাখ ১০ হাজার ৮৪৭ জন। নারী ভোটার ১ লাখ ৫৩ হাজার ২৮১ জন। পুরুষ ভোটার ১ লাখ ৫৭ হাজার ৫৬৬ জন।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৮
এসআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।