ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

উল্লাপাড়ায় ১১৫ বস্তা ফেয়ার প্রাইসের চাল জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৯ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৮
উল্লাপাড়ায় ১১৫ বস্তা ফেয়ার প্রাইসের চাল জব্দ জব্দকৃত চাল। ছবি: বাংলানিউজ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি গুদাম থেকে ১১৫ বস্তা ফেয়ার প্রাইজের চাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বড়হর বাজারে অভিযান চালিয়ে চাল ব্যবসায়ী নাজমুল হোসেন নান্নুর গুদাম থেকে এসব চাল জব্দ করা হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে ব্যবসায়ী নান্নু আগেই পালিয়ে যান।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উল্লাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুব হাসান বাংলানিউজকে জানান, দরিদ্রদের জন্য বরাদ্দকৃত ১০ টাকা কেজি মূল্যের ফেয়ার প্রাইসের চাল বড়হর বাজার এলাকায় গোডাউনজাত করা হয়েছে-এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পরে ব্যবসায়ী নান্নুর গুদাম থেকে ১১৫ কেজি চাল জব্দ করে বাজার কমিটির সভাপতি মোবারক হোসেন জিন্নার
জিম্মায় রাখা হয়েছে।  

ঘটনা তদন্তে উপজেলা খাদ্য কর্মকর্তা রফিকুল ইসলামকে সভাপতি করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন- বড়হর ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম নান্নু ও বাজার কমিটির সভাপতি মোবারক হোসেন।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।