ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

রাজৈরে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৮
রাজৈরে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

মাদারীপুর: মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রাম এলাকায় যাত্রীবাহী পরিবহনের চাপায় সজিব মাতুব্বর (৩০) নামের এক পথচারী নিহত হয়েছেন। 

বুধবার (১৪ নভেম্বর) সকালে ঢাকা-বরিশাল মহাসড়কে রাস্তা পার হতে গেলে এ দুর্ঘটনা ঘটে।  নিহত সজীব রাজৈর উপজেলার সুতারকান্দি এলাকার মন্নাত মাতুব্বরের ছেলে।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ বাংলানিউজকে জানান, সকালে ওই মহাসড়কে রাস্তা পার হচ্ছিলেন সজিব। এ সময় বরিশালগামী আলসানী পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাসটিকে মাদারীপুরের মস্তফাপুর এলাকা থেকে আটক করেছে ট্রাফিক পুলিশ।

বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।