ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে মোটরসাইকেল চাপায় কৃষক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৮
গোপালগঞ্জে মোটরসাইকেল চাপায় কৃষক নিহত নিহত মনোজের স্বজনদের আহাজারি। ছবি: বাংলানিউজ

গোপালগঞ্জ: গোপালগঞ্জে মোটরসাইকেল চাপায় মনোজ পোদ্দার (৪০) নামে এক কৃষক নিহত হয়েছেন।

বুধবার (১৪ নভেম্বর) সকালে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের সদর উপজেলার উলপুর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কৃষক মনোজ পোদ্দার একই উপজেলার উলপুর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের মনি মোহন পোদ্দারের ছেলে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, সকালে নিজ জমি থেকে ফসল নিয়ে বাড়ি ফিরছিলেন মনোজ পোদ্দার। সড়ক পার হওয়ার সময় একটি মোটরসাইকেল তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান তিনি।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২৫০, নভেম্বর ১৪, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।