ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

নাটোরে বাসচাপায় নারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৮
নাটোরে বাসচাপায় নারী নিহত

নাটোর: নাটোরে বাসের চাপায় মমতাজ বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। বুধবার (১৪ নভেম্বর) সকালে নাটোর-রাজশাহী মহাসড়কের  চাঁনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মমতাজ বেগম নাটোর সদর উপজেলার কুড়িয়াপড়া গ্রামের নুরুল ইসলামের স্ত্রী। তিনি সবজি বিক্রেতা ছিলেন।

 

রাজশাহীর পবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহকারী উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, সকালে সবজি কেনার উদ্দেশে মমতাজ নাটোর স্টেশন বাজারে যাচ্ছিলেন। পথে নাটোর-রাজশাহী মহাসড়কের চাঁনপুর এলাকায় সড়ক পার হওয়ার সময় ঢাকা থেকে রাজশাহীগামী যাত্রীবাহী একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

খবর পেয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে নিহতের স্বজন ও এলাকাবাসীর অনুরোধে মমতাজ বেগমের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।