ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বোরহানউদ্দিনে ১১০ কেজি হরিণের মাংসসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৮
বোরহানউদ্দিনে ১১০ কেজি হরিণের মাংসসহ আটক ১ জব্দকৃত হরিণের মাংস। ছবি: বাংলানিউজ

ভোলা: ভোলার বোরহানউদ্দিন উপজেলা থেকে ১১০ কেজি হরিণের মাংসসহ ঝন্টু দাস (৩০) নামে একজনকে আটক করেছে পুলিশ। 

বুধবার (১৪ নভেম্বর) ভোর রাতে উপজেলার টবগী গ্রাম থেকে তাকে আটক করা হয়। ঝন্টু ভোলা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে ভাড়া বাসায় থাকেন।

তিনি পটুয়াখালী জেলার বাউফল উপজেলার অমল দাসের ছেলে। ভোলা শহরের একটি হোটেলে তিনি বয় হিসেবে কাজ করেন।

বোরহানউদ্দিন থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাইমিনুল বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল উপজেলার টবগী এলাকায় অভিযান চালায়। এ সময় হরিণের মাংসসহ ঝন্টুকে আটক করা হয়। মনপুরা থেকে হরিণের এ মাংস আনা হয়েছিলো বলে পুলিশের জিজ্ঞাসাবাদে জানান তিনি।  

এ ব্যাপারে বোরহানউদ্দিন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।