ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বিয়ের আসর থেকে পালিয়েও রক্ষা হলো না

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৮
বিয়ের আসর থেকে পালিয়েও রক্ষা হলো না

নেত্রকোনা: দ্বিতীয় বিয়ে করতে গিয়ে নেত্রকোনার দুর্গাপুর থেকে পুলিশের ধাওয়া খেয়ে পালিয়েও রক্ষা পেল না যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো. উছমান গণি। 

বুধবার (১৪ নভেম্বর) ভোরে উপজেলার চারিগাঁও গ্রামে অভিযান চালিয়ে তার মামার বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। উছমান গণি একই গ্রামের মৃত গোল মাসুদের ছেলে।

এর আগে প্রথম স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি হয়ে উছমান চার/মাস ধরে পলাতক ছিলেন। কিন্তু গত শুক্রবার (২ নভেম্বর) বিকেলে চারিগাঁও গ্রামে তিনি আবারো এক প্রতিবেশী নারীকে বিয়ে করতে যাচ্ছিলেন।

এদিকে নেত্রকোনার সিনিয়র সহকারী পুলিশ সুপার (দুর্গাপুর) শাহ্ শিবলী সাদিক জানতে পারেন আবারো দিনক্ষণ ঠিক করে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন উছমান। জানামাত্র পুলিশের একটি টিম নিয়ে ওই বিয়ে বাড়িতে পৌঁছান তিনি। টের পেয়ে উছমান হবু স্ত্রীকে রেখেই বিয়ের পিঁড়ি ছেড়ে পালিয়ে যান। তবে পালিয়েও শেষ রক্ষা হয়নি উছমানের।  

বুধবার সকালে তাকে তার মামারবাড়ি উপজেলার চারিগাঁও গ্রাম থেকে গ্রেফতার করে পুলিশ।  

উছমানকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান পুলিশের ঊর্ধ্বতন এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।