ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে ইয়াবাসহ আটক ১

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৮
বরিশালে ইয়াবাসহ আটক ১ বরিশাল বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ে ইয়াবাসহ আটক রুবেল সর্দার। ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশালে ইয়াবাসহ রুবেল সর্দার (৪০) নামে একজনকে আটক করা হয়েছে। 

বুধবার (১৪ নভেম্বর) বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন বরিশাল বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের পরিদর্শক দেওয়ান মো. জিল্লুর রহমান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা নগরের ২৩ নম্বর ওয়ার্ডের উত্তর সাগরদী এলাকার নিবির কুঞ্জ ভবনে অভিযান চালায়।

এ সময় ১৫ পিস ইয়াবা ও নগদ ৯০ হাজার টাকাসহ রুবেলকে আটক করা হয়। আটক রুবেল ওই এলাকার শাহজাহান সর্দারের ছেলে।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৮
এমএস/এপি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।