ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সংসদে পাস হওয়া ১০ বিলে রাষ্ট্রপতির সম্মতি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৮
সংসদে পাস হওয়া ১০ বিলে রাষ্ট্রপতির সম্মতি সংসদের ফাইল ফটো

ঢাকা: দশম জাতীয় সংসদের ২৩তম অধিবেশনে অর্থাৎ শেষ অধিবেশনে পাস হওয়া ১০টি বিলে সম্মতি জানিয়ে সই করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বুধবার (১৪ নভেম্বর) এসব বিলে রাষ্ট্রপতি সম্মতি দিয়েছেন।

বিলগুলো হচ্ছে- বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট বিল-২০১৮, শিশু (সংশোধন) বিল-২০১৮, হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট বিল-২০১৮, ওজন ও পরিমাপ মানদন্ড বিল-২০১৮, সরকারি চাকরি বিল-২০১৮, বাংলাদেশ শ্রম (সংশোধন) বিল-২০১৮, বাংলাদেশ শিশু একাডেমি বিল-২০১৮, মানসিক স্বাস্থ্য বিল-২০১৮, সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) বিল-২০১৮ এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বিল-২০১৮।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৮
এসএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।