ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

জীবননগর সীমান্তে ২০ লাখ টাকা জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৪ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৮
জীবননগর সীমান্তে ২০ লাখ টাকা জব্দ ৫৮ বর্ডার গার্ড ব্যাটলিয়ন (বিজিবি)

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নতুনপাড়া সীমান্ত থেকে বাংলাদেশি ২০ লাখ টাকা জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটলিয়ন (বিজিবি) সদস্যরা। এ ঘটনায় অজ্ঞাত তিনজনকে আসামি করে জীবননগর থানায় মামলা দায়ের করেছে বিজিবি।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৪ নভেম্বর) সকালে নতুনপাড়া গ্রামের মাঠ থেকে অভিযান চালিয়ে টাকাগুলো জব্দ করা হয়।  

৫৮ বিজিবির সহকারি পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান বাংলানিউজকে জানান, জীবননগরের নতুনপাড়া বিওপির ৫৮ বিজিবির সদস্যরা সকালে নতুনপাড়া মাঠে ভারতের দিক থেকে তিনজনকে আসতে দেখে তাদের চ্যালেঞ্জ করে।

অজ্ঞাত তিন ব্যক্তি সীমান্তের ৬৫ নস্বর মেইন পিলারের ৪ সাব পিলারের কাছ দিয়ে আসছিল। বিজিবি সদস্যরা চ্যালেঞ্জ করলে ওই তিনজন তাদের কাছে থাকা গামছায় বাঁধা টাকার বান্ডিল ফেলে পালিয়ে যায়।

পরে বিজিবি সদস্যরা ওই স্থান থেকে গামছা দিয়ে পেছানো অবস্থায় এক হাজার ৬০০টি ১০০০ টাকার নোট ও ৮০০টি ৫০০ টাকার নোট জব্দ করে। দু’টি বান্ডিলে মোট ২০ লাখ টাকা পাওয়া যায় বলেও জানান বিজিবির এ কর্মকর্তা।  

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।