ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

শিবগঞ্জে নারীসহ আটক ওলামা লীগ নেতা কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৪ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৮
শিবগঞ্জে নারীসহ আটক ওলামা লীগ নেতা কারাগারে আটক ওলামা লীগ নেতা মাইনুল ইসলাম ওরফে ইরানী হাজি

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নিজ বাড়িতে আপত্তিকর অবস্থায় এক নারীসহ  জেলা ওলামা লীগের আহ্বায়ক মাইনুল ইসলাম ওরফে ইরানী হাজী আটক করা হয়েছে। 

বুধবার (১৪ নভেম্বর) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। আটক মাইনুল কানসাট ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের মৃত আবদুল মজিদ বিশ্বাসের ছেলে।

 

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার মো. মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, মঙ্গলবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় রানিবাড়ী চাঁদপুর এলাকার এক নারীকে নিয়ে আসেন মাইনুল ইসলাম। বিষয়টি স্থানীয় গ্রামবাসীরা জানতে পেরে তাকে আপত্তিকর অবস্থায় হাতেনাতে আটক করে। পরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

পরদিন (বুধবার) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এ ব্যাপারে থানায় একটি মামলা করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।