ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

রামগতিতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে বৃদ্ধর মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৩ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৮
রামগতিতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে বৃদ্ধর মৃত্যু

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতিতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে খোরশেদ আলম (৯৫)নামে   এক বৃদ্ধর   মৃত্যু   হয়েছে।  

বুধবার   (১৪   নভেম্বর)   দুপুরে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়। ময়না তদন্ত প্রতিবেদন ছাড়া মৃত্যুর কারণ নিশ্চিত করতে পারছে না পুলিশ।

নিহত খোরশেদ আলম ভোলার তজুমুদ্দিন উপজেলার চর জহির উদ্দিনগ্রামের বাসিন্দা।

জানা গেছে, চট্টগ্রাম থেকে মঙ্গলবার (১৩ নভেম্বর) রাতে লক্ষ্মীপুরের রামগতিগামী বাসে খোরশেদ বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে অজ্ঞান পার্টির সদস্যরা তাকে খাবারের সঙ্গে নেশা জাতীয়দ্রব্য খাইয়ে দেয়। এতে তিনি বাসে অসুস্থ পড়েন। পরে তাকে সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ব্যাপারে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিফুল হক বাংলানিউজকম বলেন, কি কারণে বৃদ্ধের  মৃত্যু  হয়েছে- তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ময়না তদন্তের প্রতিবেদনের পর মৃত্যুর কারণ বলা যাবে।

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৮
এসআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।