ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

রামেকে গেট থেকে ইয়াবাসহ যুবক আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৭ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৮
রামেকে গেট থেকে ইয়াবাসহ যুবক আটক র‌্যাব কার্যালয়ে আটক মেরাজুল ইসলাম ওরফে বিপুল ইসলাম। ছবি: বাংলানিউজ

রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের গেট থেকে ১ হাজার ৮৯৫ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে র‌্যাব-৫। 

বুধবার (১৪ নভেম্বর) বিকেলে মেরাজুল ইসলাম ওরফে বিপুল ইসলাম (২১) নামে ওই যুবককে আটক করা হয়। তিনি রাজশাহী জেলার চারঘাট উপজেলার বাদুরিয়া গ্রামের রবিউল ইসলামের ছেলে।

 

র‌্যাব-৫ এর কোম্পানি কমান্ডার মেজর শিবলী মোস্তফা বাংলানিউজকে জানান, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের গেট থেকে সন্দেহভাজন হিসেবে বিপুলকে আটক করে। পরে তার কাছ থেকে ১ হাজার ৮৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, র‌্যাব কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে সন্ধ্যায় তাকে মহানগরীর রাজপাড়া থানায় সোপর্দ করা হয়। পরে তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৮
এসএস/এপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।