ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে ৯ মাকে 'রত্নগর্ভা' সম্মাননা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৮
মাদারীপুরে ৯ মাকে 'রত্নগর্ভা' সম্মাননা সম্মাননা তুলে দেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মানবাধিকারকর্মী সুলতানা কামাল। ছবি: বাংলানিউজ

মাদারীপুর: মাদারীপুর পৌরসভার নয়টি ওয়ার্ডের নয়জন মাকে দেওয়া হয়েছে 'রত্নগর্ভা'  সম্মাননা। 

বুধবার (১৪ নভেম্বর) বিকেলে মাদারীপুর পৌরসভার উদ্যোগে নয় মায়ের হাতে ‘রত্মগর্ভা পুরস্কার ২০১৮’ সম্মাননা তুলে দেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মানবাধিকারকর্মী সুলতানা কামাল।  মাদারীপুর পৌরসভার আয়োজনে প্রথম বারের মতো এ  'রত্নগর্ভা' সম্মাননার  আয়োজন করা হয়।

'রত্নগর্ভা' মা সম্মাননা পাওয়া মায়েরা হলেন- মাদারীপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের হাফিজুন্নেছা, দু্ই নম্বর ওয়ার্ডের নূরজাহান বেগম, তিন নম্বর ওয়ার্ডের ঊষা রাণী দাস, চার নম্বর ওয়ার্ডের ফাতেমা খাতুন, পাঁচ নম্বর ওয়ার্ডের মমতাজ বেগম, ছয় নম্বর ওয়ার্ডের সেলিনা বেগম, সাত নম্বর ওয়ার্ডের নূরজাহান বেগম, আট নম্বর ওয়ার্ডের আলিমুন নেছা এবং নয় নম্বর ওয়ার্ডের মিসেস রহিমা খান।

মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন, মাদারীপুর জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, ইউনাইটেড হাসপাতাল লিমিটেডের পরিচালক ও চিফ কার্ডিয়াক সার্জন ডা.জাহাঙ্গীর কবির, প্রথম বাংলাদেশী এভারেস্ট বিজয়ী নারী নিশাত মজুমদার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘রত্নগর্ভা’ বাছাই কমিটির প্রধান জেলার প্রবীণ শিক্ষক মহাদেব চন্দ্র বর্মন, সচেতন নাগরিক কমিটির সভাপতি খান মো. শহীদ, এনায়েত হোসেন নান্নু, 'রত্নগর্ভা মা পুরস্কার ২০১৮' বাস্তবায়ন কমিটির আহবায়ক ও পৌসভার সচিব খোন্দকার ফিরোজ ইলিয়াস, পৌরসভার কাউন্সিলররা, সুশীল সমাজের প্রতিনিধিরা এবং বিভিন্ন নারী উন্নয়ন সংস্থার নারী নেত্রীসহ সাংবাদিকরা।

বাংলাদেশ সময়: ০১৫৫ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।