ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

পুলিশের গাড়িতে আগুন দেওয়া যুবক শনাক্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৮
পুলিশের গাড়িতে আগুন দেওয়া যুবক শনাক্ত সংঘর্ষ চলাকালে পুলিশের গাড়িতে আগুন দিতে দেখা যায় এই যুবককে | ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর নয়াপল্টনে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় পুলিশের গাড়িতে আগুন দেওয়া যুবককে শনাক্ত করা গেছে বলে জানিয়েছে পুলিশ। দিয়াশলাই দিয়ে আগুন দেওয়া ওই যুবক পল্টন থানা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য শাহজালাল খন্দকার।

বৃহস্পতিবার (১৫ নভেম্বর) ডিএমপির মতিঝিল বিভাগের সহকারী কমিশনার (এসি) মিশু বিশ্বাস বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি জানান, ছবিতে স্পষ্ট দেখা যায় একজন দিয়াশলাই দিয়ে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ করছিল এবং এ সময় গাড়ির উপরে উঠে আরেকজন লাফাচ্ছিল।

তারা দুজনই ছাত্রদলের সদস্য।

তবে তাদের এখনো গ্রেফতার করা যায়নি। ওই দুই যুবককে গ্রেফতারে পুলিশ কাজ করছে বলে জানান মিশু বিশ্বাস।

বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৮
পিএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।