ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে অজ্ঞাতপরিচয় যুবকের মর‌দেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৮
গাজীপুরে অজ্ঞাতপরিচয় যুবকের মর‌দেহ উদ্ধার

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের রাজেন্দ্রপুরের ভাওয়াল জাতীয় উদ্যান এলাকা থেকে অজ্ঞাতপরিচয় (৩০) এক যুবকের মর‌দেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ ন‌ভেম্বর) দুপুরে মর‌দেহ‌টি উদ্ধার করা হয়। তার পরনে জিন্সের প্যান্ট ও নেভি ব্লু র‌ঙের শার্ট রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রা‌জেন্দ্রপুর এলাকায় ভাওয়াল জাতীয় উদ্যানের ১নম্বর গেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। প‌রে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই যুবকের মরদেহ এবং কিছু দূর থেকে মস্তক ও হেলমেট উদ্ধার করেছে।

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমীর চন্দ্র সূত্রধর বাংলানিউজকে জানান, মর‌দেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়ে‌ছে। ধারণা করা হ‌চ্ছে, দুর্বৃত্তরা তাকে হত্যা করে তার মোটরসাইকেল ছিনিয়ে নিয়েছে। বিষয়‌টি তদন্ত করে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ন‌ভেম্বর ১৫, ২০১৮
আরএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।