ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

শ্বাসরোধ করে মুখে বিষ ঢেলে গৃহবধূকে হত্যার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৮
শ্বাসরোধ করে মুখে বিষ ঢেলে গৃহবধূকে হত্যার অভিযোগ

পঞ্চগড়: পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদীঘি ইউনিয়নে লিলি আক্তার (২৬) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগ করেছে নিহতের পরিবার। 

বুধবার (১৪ নভেম্বর) গভীর রাতে উপজেলার ময়দানদীঘি ইউনিয়নের কাদেরপুর কৈইমারী এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে বৃহস্পতিবার (১৫ নভেম্বর) দুপুরে পুলিশ ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনকি সদর হাসপাতালে মর্গে পাঠায়।

নিহত লিলি আক্তার উপজেলার ঝলই শালসীরি ইউনিয়নের বড়ুয়াপাড়া গ্রামের সিরাজুলের মেয়ে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রথম ও দ্বিতীয় স্ত্রী চলে যাওয়ার পর কাদেরপুর কৈমারী এলাকার হাসুমদ্দীনের ছেলে বাবুল (৩৫) লিলি আক্তারকে বিয়ে করেন। বর্তমানে তাদের দুইটি শিশু সন্তান রয়েছে। বিয়ের পর থেকে বাবুল লিলিকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। বুধবার রাতে বাবুল লিলিকে শ্বাসরোধ করে মুখে বিষ ঢেলে হত্যা করে পালিয়ে যায়।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হায়দার মো. আশরাফুজ্জামান বাংলানিউজকে জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।