ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সাটুরিয়ায় গৃহবধূর মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৮
সাটুরিয়ায় গৃহবধূর মরদেহ উদ্ধার

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সাটুরিয়া থেকে মর্জিনা বেগম (২৬) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলার তিল্লীরচর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মর্জিনা বেগম ওই গ্রামের প্রবাসী নজরুল ইসলামের স্ত্রী।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য (মেম্বার) শুকুর আলী বাংলানিউজকে জানান, সকালে ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় পরিবারের সদস্যরা ডাকাডাকি মর্জিনাকে করা হয়। এতে কোনো সারা না পাওয়ায় এক পর্যায়ের তার রুমের দরজা ভেঙে মর্জিনাকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়না-তদন্তের জন্য মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৮
কেএসএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।