ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৭ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৮
সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির গ্রেফতার মাওলানা মো: শাহিনুর আলম

সিরাজগঞ্জ: নাশকতা ও পুলিশের কাজে বাধাদানের মামলায় সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা মো: শাহিনুর আলমকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ নভেম্বর) রাত ৯টার দিকে পৌর এলাকার সমাজ কল্যান মোড় এলাকার নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত শাহিনুর আলম কাজিপুর উপজেলার মাইজবাড়ী ইউনিয়নের পাইকরতলী গ্রামের মাওলানা ফজলুর রহমানের ছেলে।

তিনি শহরের সমাজ কল্যান মোড় এলাকায় বসবসা করেন।

সিরাজগঞ্জ সদর থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মোহাম্মাদ দাউদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, শাহিনুর আলমের বিরুদ্ধে নাশকতা ও পুলিশের  কাজে বাধাদানের অভিযোগে ৯টি মামলা রয়েছে। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদে অভিযান চালিয়ে তাকে নিজবাড়ী থেকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ২৩০৫ ঘন্টা, ১৫ নভেম্বর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।