ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

রাঙামাটিতে চোলাই মদসহ আটক এক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৩ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৮
রাঙামাটিতে চোলাই মদসহ আটক এক রাঙামাটি শহরে পুলিশ অভিযান চালিয়ে মিন্টু চাকমা (৩৬) নামের এক যুবককে আটক করেছে-ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাঙামাটি: রাঙামাটি শহরে পুলিশ অভিযান চালিয়ে মিন্টু চাকমা (৩৬) নামের এক যুবককে আটক করেছে। বৃহস্পতিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে জেলা শহরের রিজার্ভবাজার ড্রিমওয়ে আবাসিক বোর্ডিং থেকে তাকে আটক করা হয়।

আটক মিন্টু নানিয়ারচর উপজেলার বেতছড়ি এলাকার পদ্মা মোহন চাকমার ছেলে। এসময় তার কাছ থেকে এক লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

এ বিষয়ে রাঙামাটি কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো.জিয়াউল বাংলানিউজকে জানান-পুরো জেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আর এ ধারাবাহিকতায় জেলা শহরে অভিযান চালিয়ে মিন্টু নামের এক যুবককে চোলাই মদসহ আটক করা হয়।

তাকে জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশের এ কর্মকর্তা জানান।

বাংলাদেশ সময়: ০৩১০ ঘন্টা, নভেম্বর ১৬, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।