ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মানিক সম্পাদক আরিফুল 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৮
চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মানিক সম্পাদক আরিফুল  মানিক আকবর ও আরিফুল ইসলাম ডালিম

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে মানিক আকবর (কালের কণ্ঠ ও ইনডিপেনডেন্ট টিভি) সভাপতি ও আরিফুল ইসলাম ডালিম (যমুনা টিভি) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। 

শুক্রবার (১৬ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ নির্বাচনের ভোটগ্রহণ চলে।  

অন্য পদে নির্বাচিতরা হলেন- সহ সাধারণ সম্পাদক পদে কামরুজ্জামান সেলিম, সাংগঠনিক সম্পাদক পদে জাহিদ জীবন, অর্থ-সম্পাদক পদে মাহফুজ মামুন, প্রচার ও প্রকাশনা পদে জিসান আহমেদ ও ক্রীড়া সম্পাদক পদে অনিক চক্রবর্তী নির্বাচিত হয়েছেন।

 

এছাড়া বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সহ সভাপতি পদে শরীফ হোসেন, দপ্তর সম্পাদক পদে নাসির উদ্দীন জোয়ার্দার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে মেহেদী হাসান এবং কার্যনির্বাহী সদস্য পদে আনোয়ার হোসেন, জাহিদুল ইসলাম ও জামান আখতার।

প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট বেলাল হোসেন দুপুরে ক্লাব সদস্যদের উপস্থিতিতে ফলাফল ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।