ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সাপাহারে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৮
সাপাহারে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নওগাঁ: নওগাঁর সাপাহার উপজেলায় নুসরাত জাহান নিপা (১৬) নামে একজন স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার সদরে মাস্টারপাড়া এলাকার একটি বাসায় ঘটনাটি ঘটে। নিহত নুসরাত আশড়ন্দ বাজার এলাকার নকিবর রহমানের মেয়ে।

সে আল-হেলাল ইসলামী একাডেমির দশম শ্রেণির ছাত্রী।

সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম শাহ বাংলানিউজকে জানান, মেয়ের পড়াশোনার জন্য নকিবর রহমান তার পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। শুক্রবার দুপুরের দিকে নুসরাত নিজ ঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলে থাকতে দেখে পরিবারের লোকজন পুলিশকে খবর দেয়।  

পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়।  

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।