ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

মা-বাবার কাছে ফিরতে চায় শিশু আবির

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৯ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৮
মা-বাবার কাছে ফিরতে চায় শিশু আবির আবির হোসেন

নেত্রকোনা: নেত্রকোনা সদরের কাইলাটি ইউনিয়নের আবির হোসেন (১০) নামে এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। শিশুটি তার বাবার নাম আমজাদ আলী বলতে পারলেও আর কিছুই বলতে পারছেনা।

বৃহস্পতিবার (১৫ নভেম্বর) বিকেলে ওই ইউনিয়নের বালি বাজার থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। শুক্রবার (১৬ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত তার পরিচয় জানা যায়নি।

নেত্রকোনার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সোলায়মান হক বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার থেকে পুলিশ হেফাজতে রয়েছে আবির। তার পরিচয় জানার চেষ্টা চলছে।

আবিরকে চিনলে ০১৭১৩৩৭৩৫০৫ মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।