ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

পানছড়িতে পণ্যবোঝাই ট্রাকে আগুন দিলো দুর্বৃত্তরা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৮
পানছড়িতে পণ্যবোঝাই ট্রাকে আগুন দিলো দুর্বৃত্তরা পণ্যবাহী একটি ট্রাকে আগুন, ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: খাগড়াছড়ির পানছড়ি উপজেলার মরাটিলার এলাকায় পণ্যবাহী একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১৭ নভেম্বর) দিনগত মধ্য রাতে এ ঘটনা ঘটে। ট্রাকটি চট্টগ্রাম থেকে পণ্য নিয়ে পানছড়ি যাচ্ছিল।

পথে কে বা কারা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। এ সময় ট্রাকে থাকা সব ধরনের পণ্য পুড়ে যায়।

গত ২০ মে থেকে দু'টি আঞ্চলিক দলের বিরোধের জের ধরে পানছড়ি বাজারে অচলাবস্থা চলে আসছে। অভিযোগ রয়েছে ইউপিডিএফ বাজার বয়কটের ঘোষণা দিয়েছেন। এ কারণে বাজারে পাহাড়ি ক্রেতা-বিক্রেতা আসা বন্ধ রয়েছে। পানছড়ি থেকে সব ধরনের পণ্য পরিবহনে রয়েছে নিষেধাজ্ঞা। এর জেরে পণ্যবাহী ট্রাকে আগুন দেওয়া হতে পারে বলে জানায় পুলিশ। তবে ভয়ে এই বিষয়ে কেউ কথা বলছে না।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আলম বাংলানিউজকে বলেন, এই বিষয়ে এখনো কেউ অভিযোগ দেয়নি। পণ্যের মালিকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১০৯ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৮
এডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।