ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে মাদকদ্রব্যসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৮
দিনাজপুরে মাদকদ্রব্যসহ আটক ২ মাদকদ্রব্যসহ আটক দুই মাদকবিক্রেতা

দিনাজপুর: দিনাজপুর শহরে পৃথক অভিযানে ফেনসিডিল ও ইয়াবাসহ দুই মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার (১৭ নভেম্বর) ভোরে শহরের রাজবাড়ী ও সুইহারী রামনগর সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
 
আটককৃতরা হলেন- কোতয়ালী থানার সুইহারী (মাঝাডাঙ্গার) মো. আব্দুল মান্নানের ছেলে হামিদুর রহমান (৩১) ও সুইহারী এলাকার মো. হাছান আলীর ছেলে কামরুজ্জামান কমল (৩৩)।

 

র‌্যাব-১৩ এর দিনাজপুর ক্যাম্পের অধিনায়ক মেজর সোহেল রানা প্রিন্স বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে রাজবাড়ীর বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সামনে থেকে ১৮৩ বোতল ফেনসিডিলসহ হামিদুরকে ও সুইহারী রামনগর সড়ক থেকে ১১০ পিস ইয়াবাসহ কমলকে আটক করা হয়।

আটকদের কোতয়ালী থানায় সোপর্দ করে র‌্যাবের পক্ষ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
 
বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।