ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

দেবীগঞ্জে স্ত্রীকে হত্যার পর স্বামী চম্পট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৮
দেবীগঞ্জে স্ত্রীকে হত্যার পর স্বামী চম্পট

পঞ্চগড়: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা পারিবারিক কলহের জের ধরে স্বামীর হাতে ইনুরা বেগম (২৮) নামে এক গৃহবধূ খুন হয়েছেন। তবে ঘটনার পর নিহতের স্বামী আব্দুল কালাম পালিয়ে যায়।

শনিবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলার কলেজপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে শনিবার দুপুরে ইনুরাকে ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে।

এসময় তার চিৎকার শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে গেলে ওই গৃহবধূকে মাটিতে পড়ে থাকতে দেখে। দ্রুত তাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. ওরজুন সরকার মৃত বলে ঘোষণা করেন। তবে তার স্বামী কালাম ঘটনার সঙ্গে সঙ্গে পালিয়ে যায়।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হাসান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। পলাতক আব্দুল কামালকে আটকে অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।