ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

মুলাদীতে কিশোরীর মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫২ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৮
মুলাদীতে কিশোরীর মরদেহ উদ্ধার

বরিশাল: বরিশালের মুলাদী উপজেলা থেকে সুমি (১৭) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলার লক্ষ্মীপুর গ্রামের নিজ বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সুমি ওই গ্রামের জালাল সর্দারের মেয়ে।

স্থানীয়রা জানায়, কয়েকবছর আগে সুমির মা মারা যান। এরপর থেকে সুমি বাবার সঙ্গে বাড়িতেই থাকতেন। তার দুই ভাই ঢাকায় থাকেন। বেশ কয়েকদিন ধরে মাথা ব্যথাসহ শারীরিক সমস্যায় ভুগছিলেন সুমি। দুপুরে সুমির বাবা ঘরে এসে আড়ার সঙ্গে মেয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল মর্গে পাঠায়।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান বাংলানিউজকে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সুমির মানসিক সমস্যা ছিল বলে তার স্বজনরা জানিয়েছেন বলেও জানান ওসি জিয়াউল।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৮
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।