ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

মুক্তিযুদ্ধের চেতনায় গড়তে হবে দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৮ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৮
মুক্তিযুদ্ধের চেতনায় গড়তে হবে দেশ বেতিয়ারা যোদ্ধাদের স্মরণে আলোচনা সভা/ছবি: বাংলানিউজ

ঢাকা: ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে যে আশায় কিশোর যোদ্ধারা জীবন দিয়েছিল সে আশা আজও পূরণ হয়নি। মুক্তিযুদ্ধের চেতনাও বাস্তবায়িত হয়নি। তাই মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়তে হবে। 

শনিবার (১৭ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা একথা বলেন।  

কেন্দ্রীয় খেলাঘর আসরের উদ্যোগে বেতিয়ারা যোদ্ধাদের স্মরণে আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন খেলাঘর আসরের সভাপতিমণ্ডলীর সদস্য শিল্পী লায়লা হাসান।  

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির উপদেষ্টা মঞ্জুরুল আহসান খান, খেলাঘরের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির, বেতিয়ারা যোদ্ধা ওমর ফারুক, আব্দুল আজিজ প্রমুখ।

আলোচনা অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৯৭১ সালে বেতিয়ারায় পাকিস্তানি বাহিনীর সঙ্গে কমিউনিস্ট পার্টি-ন্যাপ-ছাত্র ইউনিয়নের বিশেষ গেরিলা বাহিনীর কয়েক ঘণ্টা ধরে মুখোমুখি সম্মুখ সমরে গেরিলা বাহিনীর ৯ জন শহীদ হন। তবে তারা যে জন্য জীবন দিয়েছেন, যে স্বপ্ন নিয়ে জীবন দিয়েছেন, তা আজও বাস্তবায়িত হয়নি।  

বক্তারা আরো বলেন, বাংলাদেশের ইতিহাসে খেলাঘরের রক্ত আছে, এটা কোনোভাবেই ভুলে গেলে চলবে না।  

আলোচকরা মুক্তিযুদ্ধের চেতনায় গড়ার আহ্বান জানান।  

বাংলাদশে সময়: ১৯৪৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৮ 
টিআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।