ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

আক্কেলপুরে অল্পের জন্য রক্ষা পেলেন ৪৮ যাত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪১ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৮
আক্কেলপুরে অল্পের জন্য রক্ষা পেলেন ৪৮ যাত্রী বিকল হওয়া বাস

জয়পুরহাট: জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার আমুট্র রেল ক্রসিং-এ রাজশাহী-গামী তিতুমীর আন্তঃনগর ট্রেনের সঙ্গে একটি বিকল হওয়া বাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় এ ঘটনা ঘটে।

জয়পুরহাটের পুলিশ সুপার মো. রশীদুল হাসান বাংলানিউজকে জানান, স্বপ্নপুরী থেকে পিকিনিক শেষে রানীনগরের উদ্দেশ্যে যাওয়া একটি যাত্রীবাহী বাস আক্কেলপুর উপজেলার আমুট্ট রেলগেট পার হওয়ার সময় রেললাইনে ওঠার পর ইঞ্জিন বন্ধ হয়ে যায়।

 

এসময় জয়পুরহাট থেকে ছেড়ে আসা তিতুমীর আন্তঃনগর ট্রেনটি দ্রুত এগিয়ে আসতে দেখে চালক, হেলপারসহ অন্য যাত্রীরা বাস থেকে নেমে যান। ফলে কেউ হতাহত না হলেও ট্রেনের ধাক্কায় বাসটি ছিটকে রেললাইনের পাশে পড়ে যায়।
বাসে ৪৮ জন যাত্রী ছিলেন বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও রেলওয়ে কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।


বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৮
এসআইএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।