ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

শনিআখড়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক আহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৮
শনিআখড়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক আহত ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক আহত

ঢাকা: রাজধানীর শনিরআখড়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে কাঠমিস্ত্রী বনি আমিন (১৮) নামে যুবক আহত হয়েছেন। 

শনিবার (১৭ নভেম্বর) রাত সারে ১০টার দিকে কদমতলী ব্রিজের ঢালে ঘটনাটি ঘটে। বর্তমানে আহত যুবক ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আহত বনি পটুয়াখালী মির্জাগঞ্জ উপজেলার রুহুল আমিনের ছেলে। বর্তমানে পরিবারের সঙ্গে রায়েরবাগ পশ্চিম পাড়া, বাদশা হাজির গলিতে থাকেন তিনি।

আহত বনির পিতা রুহুল আমিন বাংলানিউজকে জানান, তিন ও বনি  একসঙ্গে কাঠমিস্ত্রীর কাজ করেন। শনিআখড়ায় বনির চাচার বাসা থেকে ফেরার পথে ব্রিজের ঢালে ৪জন ছিনতাইকারী  তার পথরোধ করে মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, এতে বনি বাধা দিলে তার পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ছিনতাইকারীরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

ঢাকা মেডিকেল পুলিশ বক্স (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, আহত যুবকের অবস্থা সংকটাপন্ন, তার চিকিৎসা চলছে।


বাংলাদেশ সময়: ০১০৮ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৮

এজেডএস/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।