ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত-১

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৬ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৮
বরিশালে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত-১ বরিশালে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত-১

বরিশাল: বরিশালের উজিরপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আব্দুল্লাহ (১৭) নামে এক কিশোর নিহত ও আরও ছয়জন আহত হয়েছে।

শনিবার (১৭ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে উজিরপুর উপজেলার হস্তিসুন্ড এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ দুর্ঘটনা কবলিত ট্রাকের হেলপার, সে ফরিদপুরের গোপিনাথপুর এলাকার সানোয়ার মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাস ঢাকা থেকে বরিশালের দিকে যাওয়ার সময় বিপরীত দিকে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে হস্তিসুন্ডতে মুখোমুখি সংঘর্ষ হয়।  

ঘটনাস্থলেই ট্রাকের হেলপার নিহত এবং আরও ছয় জন গুরুত্বর আহত হয়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।  
দুর্ঘটনার পর সড়কে যানবাহন চলাচলে বিঘ্ন হয়।  

গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইন-চার্জ (ওসি) শেখ আতিয়ার রহমান বাংলানিউজকে জানান, ঘটনাস্থলে সড়কের পাশে দুটি ট্রাক থামানো ছিল। যারমধ্যে একটি ট্রাক বিকল হয়ে যাওয়ার সেই ট্রাকের মালামাল অন্য ট্রাকে তোলা হচ্ছিলো। ওই জায়গা অতিক্রম করার সময় হানিফ পরিবহনের বাসটির সঙ্গে ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ০২২৩ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৮
এমএস/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।