ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ভ্রাম্যমাণ আদালতের কাজে বাধা, ছাত্রলীগ নেতার কারাদণ্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১২ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৮
ভ্রাম্যমাণ আদালতের কাজে বাধা, ছাত্রলীগ নেতার কারাদণ্ড ছাত্রলীগ নেতার কারাদণ্ড

রাবি: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাধা দেওয়ার দায়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগের সাবেক সভাপতি ইব্রাহিম হোসেন মুনকে তিনমাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

শনিবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কাজলা ফটক সংলগ্ন মুনের মালিকানাধীন রেস্টুরেন্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনাকালে বাধা দিলে তাকে কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মামনুন আহমেদ ওই নেতার মালিকানাধীন সিয়ামুন চাইনিজ রেস্টুরেন্টে ভেজালবিরোধী অভিযান পরিচালনা করেন।

খবর পেয়ে সেখানে ইব্রাহিম হোসেন মুন উপস্থিত হন। এসময় তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাজে বাধা দেন এবং তার সঙ্গে খারাপ ব্যবহার করেন।  

মুন জোরপূর্বক ভ্রাম্যমাণ আদালতকে অভিযান পরিচালনা বন্ধ করতে বলেন। এসময় সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে তাকে ভ্রাম্যমাণ আদালত তিনমাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।  

নির্বাহী ম্যাজিস্ট্রেট মামনুল ইসলাম অনিক বাংলানিউজকে জানান, সিয়ামুন রেস্টুরেন্টে ভেজাল বিরোধী অভিযান পরিচালনাকালে মুন বাধা দেয়ায়, তাকে কারাদণ্ড দেওয়া হয়েছে।  


বাংলাদেশ সময়: ০৬১৪ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৮

এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।