ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

কক্সবাজার হয়ে মাদকপাচার বন্ধে কাজ করছে পুলিশ: আইজিপি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৮
কক্সবাজার হয়ে মাদকপাচার বন্ধে কাজ করছে পুলিশ: আইজিপি বক্তব্য রাখছেন আইজিপি ড. জাবেদ পাটোয়ারী, ছবি: বাংলানিউজ

কক্সবাজার: মাদকের চোরাচালান বন্ধে কঠোর হওয়ার কথা জানিয়ে পুলিশের মহাপরিদশর্ক (আইজিপি) ড. জাবেদ পাটোয়ারী বলেছেন, অবশ্যই কক্সবাজারের প্রতি আমাদের দৃষ্টি রয়েছে। সবাই জানি এই কক্সবাজার দিয়েই মাদকের একটি বড় অংশ সারাদেশে যাচ্ছে। এটি বন্ধ করতে কার্যকরভাবে আমরা কাজ করছি। আশাকরি আমরা সফল হবো।

রোববার (১৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে চকরিয়া থানা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন কক্সবাজারের চকরিয়া থানার নব-নির্মিত চারতলা ভবন উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

একই দিন উখিয়া সার্কেল কার্যালয়ের ভবন ও ঈদগাহ তদন্ত কেন্দ্র ভবনেরও উদ্বোধন করেন পুলিশের আইজি।

তিনি বলেন, কক্সবাজার থেকেই মাদকের একটি বড় অংশ সারাদেশে ছড়িয়ে পড়ছে। প্রধানমন্ত্রী দেশকে মাদকমুক্ত করার জন্য জিরো টলারেন্স নীতি ঘোষণা দিয়েছেন। পুলিশ এই নীতি বাস্তবায়নে দেশে এর প্রয়োগ ঘটাচ্ছে।

অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধের বিষয়ে ড. জাবেদ পাটেয়ারী বলেন, অস্ত্র উদ্ধার নিয়ে সারাদেশে আমাদের অভিযান চলছে। এটা অব্যাহত থাকবে। শুধু অবৈধ অস্ত্র নয়, বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার রোধেও কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ কাজ করছে। সে অনুযায়ী দেশজুড়ে কার্যক্রম অব্যাহত রয়েছে।

নতুন ভবন উদ্বোবন করে পুলিশের মহাপরিদর্শক বলেন, অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন এই ভবনের উদ্বোধনের মধ্যদিয়ে চকরিয়া পুলিশের দীর্ঘদিনের আবাসন সংকট দূর হবে। পাশাপাশি জনগণের প্রতি পুলিশের যে দায়বদ্ধতা, সেখান থেকে সেবারমানও বাড়বে।

কক্সবাজার পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. কামাল হোসেন, পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজিপি মো. শফিকুল ইসলাম, ডিআইজি (প্রশাসন) হাবিবুর রহমান, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার মাহবুবুর রহমান প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের সব পুলিশ সুপার, কক্সবাজার জেলা পুলিশের সব ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৮
এএটি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।