ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ট্রাফিক আইন অমান্য করায় ২৭ লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৮
ট্রাফিক আইন অমান্য করায় ২৭ লাখ টাকা জরিমানা অভিযান পরিচালনা করছেন ট্রাফিক সার্জেন্ট/ফাইল ফটো

ঢাকা: রাজধানীজুড়ে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে তিন হাজার ৬৬৮টি মামলা দায়ের করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এসময় বিভিন্ন অপরাধে ২৭ লাখ ৪১ হাজার ৩শ টাকা জরিমানা আদায়, ৪১টি গাড়ি ডাম্পিং ও ৭২৩টি গাড়ি রেকার করা হয়েছে।

শনিবার (১৭ নভেম্বর) দিনভর ডিএমপির ট্রাফিক বিভাগ অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা আদায় করে বলে জানিয়েছেন ডিএমপির উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান।
 
তিনি জানান, এসব মামলা ছাড়াও উল্টোপথে গাড়ি চালানোর কারণে ৩১৯টি গাড়ির বিরুদ্ধে মামলা, হাইড্রোলিক হর্ন ব্যবহার করার দায়ে ১৫৮টি, হুটার ও বিকনলাইট ব্যবহার করার দায়ে ৮টি এবং মাইক্রোবাসে কালো গ্লাস ব্যবহারের জন্য ১৪টি গাড়ির বিরুদ্ধে মামলা দিয়েছে পুলিশ।


 
ট্রাফিক আইন অমান্য করার দায়ে ১০২১টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা ও ৬০টি মোটরসাইকেল আটক করা হয়। একইসঙ্গে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করার অপরাধে চালকের বিরুদ্ধে ১২০টি মামলা দায়ের করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৮
পিএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।