ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

দৌলতপুরে ইউপি সদস্যের নামে ধর্ষণ মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৮
দৌলতপুরে ইউপি সদস্যের নামে ধর্ষণ মামলা

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রিফায়েতপুর ইউনিয়ন পরিষদ সদস্য মানিক হোসেন মানিকসহ (৩৫) চারজনের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। 

রোববার (১৮ নভেম্বর) দুপুরে দৌলতপুর থানায় এ মামলা দায়ের করা হয়।  

মানিক এ ইউনিয়নের লক্ষ্মীখোলা গ্রামের আব্দুল বারীর ছেলে।

মামলা সূত্রে জানা যায়, শনিবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মানিকসহ চারজন এক নারীকে (২৮) মুখ চেপে একটি মরিচ ক্ষেতে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যান।

পরদিন দুপুরে মেয়েটি দৌলতপুর থানায় গিয়ে ঘটনার বিবরণ দেন এবং মানিক ও অজ্ঞাতনামা আরও তিনজনের নামে ধর্ষণ মামলা করেন। মামলায় মানিককে প্রধান আসামি করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও দৌলতপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম জানান, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।