ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় নিহত একজন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৩ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৮
রূপগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় নিহত একজন  নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় আলী আহাম্মদ নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। 

রোববার (১৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার মদনপুর-গাজীপুর (বাইপাস) সড়কের পূর্ব কালাদী এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে ভোলাব ফাঁড়ির ইনচার্জ শহীদুল আলম জানান, রোববার সন্ধ্যায় আলী আহাম্মদ তার অটোরিকশা নিয়ে পূর্ব কালাদী থেকে কাঞ্চন বাজারের দিকে যাচ্ছিলেন।

এ সময় মদনপুর-গাজীপুরগামী একটি কাভার্ডভ্যান (চট্টো মেট্রো -ঢ ৮১৩০২৫) অটোরিকশাটিকে ধাক্কা দিলে চালক কাভার্ডভ্যানের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়।

এ ঘটনায় ঘাতক কাভার্ডভ্যান, চালক ও হেল্পারকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২২৫২ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৮
এমআরপি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।