ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সাদুল্লাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৩ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৮
সাদুল্লাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৫ নিহত শাহীন মিয়া

গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় শাহিন নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন।

রোববার (১৮ নভেম্বর) রাতে রংপুর-ঢাকা মহাসড়কের সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটের সাহাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহীন মিয়া সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়া গ্রামের আনছার প্রামাণিক ওরফে আমসের মেম্বারের ছেলে।

ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবদুর রশীদ বাংলানিউজকে জানান, ঢাকা-রংপুর মহাসড়কের ধাপেরহাটের সাহাপাড়া এলাকায় দুই ট্রাকের মুখোমুখী সংঘর্ষে হয়। সংঘর্ষে ট্রাকের চালক শাহিন ও সোহেল মিয়াসহ ৫ জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।  

গুরুতর আহত শাহিনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময় : ১৫৫০ ঘন্টা, ১৯ নভেম্বর, ২০১৮
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।