ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

চুরি যাওয়ার ২৭ ঘণ্টা পর শিশুটি ফিরল মায়ের কোলে

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৮
চুরি যাওয়ার ২৭ ঘণ্টা পর শিশুটি ফিরল মায়ের কোলে মায়ে কোলে উদ্ধার হওয়া নবজাতক

ঈশ্বরদী (পাবনা): পাবনার ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে জন্মের কয়েক ঘণ্টা পর চিকিৎসা নিতে এসে চুরি হওয়া নবজাতকটিকে ২৭ ঘণ্টা পর একটি আখ ক্ষেত থেকে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৩ নভেম্বর) বেলা পৌনে ৩টার দিকে ঈশ্বরদী-লালপুর সড়কের ঈশ্বরদী বেনারসি পল্লির কাছে ভুতেরগাড়ি ইসলামপুর পাকা রাস্তা পাশে একটি আখ ক্ষেতে পরিত্যক্ত অবস্থায় শিশুকে উদ্ধার করে পুলিশ।

** ঈশ্বরদী হাসপাতাল থেকে নবজাতক চুরি

প্রত্যক্ষদর্শী ভুতেরগাড়ি ইসলামপুর মহল্লার জোসনা বেগম বাংলানিউজকে জানান, প্রাইভেটকার চালক আব্দুল কাদের সোহান জুমার নামাজ শেষে নাটোরের লালপুর মহেশ্বর গ্রামে যাওয়ার পথে রাস্তার পাশে আখ ক্ষেত থেকে শিশু কান্না শুনতে পান।

এসময় স্থানীয়দের সঙ্গে নিয়ে শিশুটিকে উদ্ধার করে থানায় খবর দেন। পরে পুলিশ এসে শিশুটিকে উদ্ধার করে ঈশ্বরদী হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মা রোজিনার কোলে তুলে দেন।

এ ব্যাপারে ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসমা খান বাংলানিউজকে বলেন, উদ্ধার হওয়া শিশুটি সুস্থ আছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী বিষয়টি নিশ্চিত বাংলানিউজকে বলেন, নবজাতক উদ্ধারে পুলিশ বেশ তৎপর ছিল। ঘটনাস্থল থেকে উদ্ধার করে নবজাতকের মায়ের কাছে তুলে দেওয়া হয়েছে। তবে ধারণা করা হচ্ছে পুলিশি তৎপরতা দেখে ভয়ে কেউ শিশুটিকে আখ ক্ষেতে ফেলে রেখে যায়।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।