ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

শেবাচিম থেকে ভুয়া চিকিৎসক আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৮
শেবাচিম থেকে ভুয়া চিকিৎসক আটক

বরিশাল: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল থেকে এক ভুয়া চিকিৎসককে আটক করেছে পুলিশ। 

শুক্রবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে তাকে আটক করা হয়।

আটক ভুয়া চিকিৎসক মিঠু (২৭) বরিশাল নগরের ২৭ নম্বর ওয়ার্ডের রুইয়ারপুল এলাকার বাসিন্দা।

পাশাপাশি তিনি পেশায় একজন মেকানিক।  

বিষয়টি নিশ্চিত করে কোতয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) টিপু সুলতান বলেন, ওই যুবকের শ্বশুর হাসপাতালে চিকিৎসাধীন। সেই সুবাদে তিনি হাসপাতালে গিয়ে সিসিইউ ইউনিটের কক্ষে বসে চিকিৎসকদের উপদেশ দিচ্ছিলেন।

এসময় চিকিৎসকরা পরিচয় জানতে চাইলে নিজেকে একজন এমবিবিএস চিকিৎসক বলে পরিচয় দেন। বিষয়টি নিয়ে সন্দেহ হলে চিকিৎসকরা থানায় অবহিত করেন। পরে পুলিশ গিয়ে ওই যুবককে আটক করে।  

এদিকে আটক যুবককে থানায় নিয়ে আসার সময় তার স্ত্রী বাধা দেওয়ার চেষ্টা করে এবং খারাপ ব্যবহার করলে পুলিশ তাকেও আটক করে থানায় নিয়ে আসে। তবে স্ত্রীকে পরে ছেড়ে দেওয়া হয়।

কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান বলেন, পুরো বিষয়টি যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। তদন্ত অনুযায়ী অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

বাংলা‌দেশ সময়: ০৬৫৫ ঘণ্টা, ন‌ভেম্বর ২৪, ২০১৮
এমএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।